রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলন
রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলন
শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ০৭:২৩
মমিনুল ইসলাম রিপন রংপুর।। রংপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসে নির্বাচনের বিভিন্ন বিষয় তুলে ধরে লিখিত সংবাদ পাঠ করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও রসিকের সাবেক প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জু। আগামী ২২ ফেব্রুয়ারী শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মাহবুবার রহমান মঞ্জু বলেন, একটি স্বচ্ছ ছবি সম্বলিত ভোটার তালিকা করা হয়েছে। সকল নিয়ম কানুন মেনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সর্বোচ্চ নিয়ম মেনে একটি অবাধ সুষ্ঠুভাবে নির্বাচনের ক্ষেত্রে সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতায় রংপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন নির্বাচন উপহার দিতে চাই।
সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাজি আমির হোসেন, আশেক আলী, রবিউল ইসলাম, আফজাল হোসেন। এদিকে রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলন শেষে নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিক্রি শুরু হয়।