আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

রংপুর জেলায় হারিয়ে যাওয়া ৩০টি স্মার্ট ফোন উদ্ধার সেবাগ্রহীতাদের নিকট হস্তান্তর

বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩, বিকাল ০৫:৫৭

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন: আজ ২৬ অক্টোবর  পুলিশ সুপারের কার্যালয় রংপুরের সম্মেলণকক্ষে  পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী এর দিক-নির্দেশনায় মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর এঁর তত্ত্বাবধানে এসআই (নিঃ)  আব্দুল্লাহ আল মাহমুদ এর নেতৃত্বে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সহযোগিতায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। 

ধারাবাহিক এই কাজে সেবাগ্রহীতাদের জিডি'র প্রেক্ষিতে রংপুর জেলার বিভিন্ন থানায় গঠিত সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক বিভিন্ন স্থান থেকে গত  জুলাই/২০২৩ মাস থেকে অক্টোবর/২০২৩ মাসে এ পর্যন্ত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের মোট ৩৬৮টি স্মার্ট ফোন উদ্ধারপূর্বক সেবাগ্রহীতাদের নিকট হস্তান্তর করা হয়।

 আজকের মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে সেবাগ্রহীতাগণ হারিয়ে যাওয়া তার প্রিয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং রংপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। পুলিশের প্রতি সাধারণ জনগণের আস্থা ও নির্ভরশীলতা নিয়ে যে অনুভূতির কথা তাদের বক্তব্যে উঠে এসেছে তা পুলিশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। তারা রংপুর জেলা পুলিশ সুপার মহোদয় ও সাইবার মনিটরিং সেল'কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

এ সময়  পুলিশ সুপার মহোদয় সেবাগ্রহীতাদের উদ্দেশ্যে বলেন যে, বিশ্ব যখন তথ্য ও প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে তখন বাংলাদেশ পুলিশও পিছিয়ে নেই। পুলিশের রুটিন ওয়ার্কের মধ্যে জনগণের সেবা ও সন্তুষ্টি যখন রাষ্ট্রীয় দায়িত্ব তখন সেবাগ্রহীতাদের এমন আত্মতৃপ্তিমূলক বক্তব্য পুলিশ অনুপ্রাণিত হয় এবং কর্মোস্পৃহা ও উদ্দীপনা বেড়ে যায় বলে তিনি মন্তব্য করেন। পুলিশের নিকট সেবা পেতে সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সকলকে আহবান জানান এবং মোবাইল উদ্ধারকারী অফিসারদের ধন্যবাদ জানান এবং নতুন উদ্যোমে সততা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।

মন্তব্য করুন


Link copied