মহানগর প্রতিনিধি: রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ, উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে হয়ে বিভিন্ন পূজামন্ডপ। সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। কল্যাণময়ী, ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আঁধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করে শিক্ষার্থীরা এই পূজায় মনোযোগী হয়।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বী এবং উৎসায়ী সকল পুজারী শিক্ষার্থীদের উপস্থিতিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। সরস্বতী পূজা মন্তব পরিদর্শন করেন রংপুরের এডিসি মোঃ আব্দুল মান্নান,ডিইও মোঃ এনায়েত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিমল কুমার রায়,ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম, এলজিইডি রংপুরের পিডি পিডি কান্তেশ্বর বর্মন তৌহিদ হোসেন, সীমা সাহা, মনির হোসেন, প্রাক্তন সদস্য এনামুল হক রাজু, সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।