আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অবরুদ্ধ

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, দুপুর ০১:৫৩

Advertisement Advertisement

স্টাফ রিপোর্টার: বেতন-বোনাসের দাবিতে রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছেন নগর ভবনের চুক্তিভিত্তিক কর্মচারীরা। এ কারণে শিশুদের টিকা, নাগরিকত্ব সনদ দেওয়াসহ সব ধরনের সেবা বন্ধ রয়েছে। এতে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন সেবা গ্রহীতারা।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে নগর ভবনের ক্ষুব্ধ কর্মচারীরা প্রধান ফটক বন্ধ করে আন্দোলন শুরু করেন।

এ সময় অফিস কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন প্রশাসক শহিদুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা। পরে বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক করেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কর্তৃপক্ষ। পরে বেলা সোয়া ১১ টার দিকে অফিস থেকে চলে যান রংপুর বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক শহিদুল ইসলাম। 

এদিকে, বেলা ১২ টার দিকে প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কর্মচারীদের সঙ্গে কথা বলে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। কিন্তু দাবি আদায়ে অনড় কর্মচারীরা।

নগরভবনের কর্মচারীরা জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৩ তারিখের আগে বেতন বোনাস দেওয়ার কথা থাকলেও সিটি করপোরেশনের প্রশাসক এখনো কোনো সিদ্ধান্ত নেন নি। এ কারণে সকাল থেকে সব ধরনের সেবা বন্ধ করে নগর ভবনে বিক্ষোভ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা দিয়েছেন তারা।

হঠাৎ করেই কর্মচারীদের এমন আন্দোলন দুর্ভোগে পড়েছেন নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা মানুষজন। নগরীর মাহিগঞ্জ থেকে আসা চৈতি বলেন, ২ মাসের বাচ্চাকে টিকা দিতে এসে দেখি আন্দোলন। গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই পারিনি। বাধ্য হয়ে ফিরে যাচ্ছি।’

নগর ভবনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা বলেন, সমস্যা সমাধানের চেষ্টা করছি।

মন্তব্য করুন


Link copied