হাসান আল সাকিব: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -৫ আসনে (মিঠাপুকুর ) প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সরকার।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল আবেদনের ওপর শুনানি শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। শুনানি শেষে জাকির হোসেন সরকারের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পক্ষে আপিল শুনানি মঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)।
প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিঠাপুকুর উপজেলায় জাকির হোসেন সরকারের কর্মী-সমর্থকরা।
মনোনয়ন বৈধতার বিষয়টি নিশ্চিত করে জাকির হোসেন সরকার বলেন, ‘ বঙ্গবন্ধু কন্যা,জননেত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থীদের ওপেন করে দেওয়ার কারণেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি।সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ইনশাল্লাহ ৭ জানুয়ারি বিজয় নিশ্চিত হবে'।