আর্কাইভ  বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫ ● ১২ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
রংপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ সদস্য জেল হাজতে

রংপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ সদস্য জেল হাজতে

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী- যথেষ্ট ভালো, মির্জা ফখরুল

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী- যথেষ্ট ভালো, মির্জা ফখরুল

নারী উদ্যোক্তা তনির বিরুদ্ধে সাবেক স্বামীর অভিযোগ

নারী উদ্যোক্তা তনির বিরুদ্ধে সাবেক স্বামীর অভিযোগ

ছেলে-মেয়েকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

ছেলে-মেয়েকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

রংপুরে অবৈধ সম্পদ অর্জনের দায়ে ৩ বছরের কারাদন্ড 

সোমবার, ১৮ মার্চ ২০২৪, দুপুর ০৪:০২

Advertisement

মমিনুল ইসলাম রিপন: জ্ঞাত বর্হিভূত আয়ের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের দায়ে রংপুর পরিবার পরিকল্পনা অফিসের চাকুরীচ্যুত স্টোর কিপার মোঃ হামিদুর রহমান মন্ডলকে ৩ বছরের কারাদন্ডসহ অর্থদন্ড দিয়েছে আদালত।

সোমবার (১৮ মার্চ) দূর্নীতি দমন বিশেষ আদালতের বিচারক হায়দার আলী এ রায় প্রদান করেন। আসামী আদালতে হাজিরা দিলেও রায় ঘোষণার আগেই আদালত প্রাঙ্গন থেকে পালিয়ে যায়। আদালতের বিচারক আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর আদেশ দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন, দুদকের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবি, বিশেষ পিপি হারুন-অর-রশীদ।
মামলা সূত্রে জানা যায়, হামিদুর রহমান মন্ডল রংপুর জেলা পরিবার পরিকল্পনা অফিসে চাকুরী করাকালে জ্ঞাত বর্হিভূত আয়ে নিজের, স্ত্রী ও মেয়ের নামে কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জন করেন। রংপুর নগরীতে তার তিনতলা বাড়ি, বেশ কয়েকটি প্লটসহ নওগাঁ জেলায় বিপুল পরিমান আবাদি জমির মালিক হয়েছেন তিনি। এ ঘটনায় রংপুর দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে ২০১১ সালের ২৭ জুলাই দুদক আইনে মামলা দায়ের করেন। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য-জেরা শেষে আসামী হামিদুর রহমান মন্ডলকে দোষি সাব্যস্ত করে ৩ বছরের কারাদন্ড ও ৭ লাখ ৪০ হাজার ৭৪৫ টাকা অর্থদন্ড প্রদান করে আদালত। জরিমানার অর্থ আগামী ৬০ দিনের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়। 

অ্যাড. হারুন-অর-রশীদ বলেন, আসামী হাজিরা প্রদান করে আদালতে উপস্থিত ছিল। রায় ঘোষণার আগে সে আদালত থেকে পালিয়ে গেছে। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।

মন্তব্য করুন


Link copied