আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

রংপুরে অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ

রবিবার, ১৮ মে ২০২৫, বিকাল ০৬:৪৮

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন: রংপুরের বিভিন্ন মহাসড়কে অবৈধ সিএনজি ও অটো চলাচল বন্ধ ও স্ট্যান্ড উচ্ছেদ করেছে ভ্রাম্যমান অভিযান করেন মেট্টোপলিটন পুলিশ ও জেলা প্রশাসন। 

রবিবার ১৮ মে  রংপুর মহানগরীর বাংলাদেশ ব্যাংক মোড় ও মাহিগঞ্জ সাতমাথা রংপুর কুড়িগ্রাম মহাসড়ক সিএনজি ও অটো স্ট্যান্ড উচ্ছেদ করা হয়। অবৈধ সিএনজি অটো উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল কাইয়ুম ও মেট্টোপলিটন উপ পুলিশ কমিশনার (ডিসি) আব্দুর রশিদ। অবৈধভাবে বাংলাদেশ ব্যাংক মোড় থেকে হাতিবান্ধা, লালমনিরহাট, পাটগ্রাম, বুড়িমারী ও মাহিগঞ্জ, সাতমাথা থেকে কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, দর্শনা মোড় থেকে দিনাজপুর ফুলবাড়ীসহ বিভিন্ন এলাকায় এই অবৈধ সিএনজি অটো মহাসড়কে চলাচলের ফলে সড়ক দূর্ঘটনা বেড়েই চলেছে। দূর্ঘটনা রোধের জন্য এই অভিযান পরিচালনা করা হচ্ছে। পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন রংপুর মেট্টোপলিটন ট্রাফিক পুলিশের ইনচার্জ রাশিদুল ইসলাম, দেলোয়ার হোসেন ও আবু রায়হান।  

মন্তব্য করুন


Link copied