সংবাদ বিজ্ঞপ্তি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আইপিডিসি ফাইনান্স রংপুর ব্রাঞ্চ সারাদেশের ন্যায় রংপুরেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
বুধবার (০৫ জুন) দুপুর ১২ টায় রংপুরের শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, রংপুর এর প্রধান শিক্ষক বিমল কুমার বর্মন, স্কুলের পরিচালনা পরিষদের সদস্য মোঃ সাইফুল ইসলাম, আইপিডিসি ফাইনান্স রংপুর শাখার ব্যবস্থাপক শহিদুল ইসলাম, আইপিডিসি ফাইনান্স এর রিজিওনাল বিজনেস ম্যানেজার মাহমুদুর রহমান মিতুল সহ আইপিডিসি ফাইন্যান্সের কর্মকর্তা বৃন্দ ও স্কুলের শিক্ষক কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য আইপিডিসি ফাইন্যান্স তাদের সামাজিক অংশগ্রহণমূলক কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে।