মমিনুল ইসলাম রিপন : রংপুরে এয়ারগান, গাঁজা ও সরকারি মেডিকেলের ওষুধ সামগ্রীসহ আল আমিন নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে একটি এয়ারগান, ২৫ গ্রাম গাঁজা ও মেডিকেলের বিভিন্ন ধরনের ওষুধ সামগ্রী উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত (২ জানুয়ারি) ১টার দিকে ওই যুবককে তার বাড়ি থেকে আটক করা হয়। আটক আল আমিন রংপুর মেডিকেল পূর্ব গেটের নজরুল ইসলামের ছেলে।
রংপুর মেট্রোপলিটন ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজেদুর আলম ফারুকী বলেন, সেনাবাহিনী আটক যুবক ও জব্দকৃত মালামাল হস্তান্তর করেছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে আইনগত পদক্ষেপ চলমান থাকবে। এছাড়া এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।