সংবাদ বিজ্ঞপ্তি: রংপুরে কবিদের সংগঠন “কতিপয় কবিতাকর্মী”র উদ্যোগে অনুষ্ঠিত হলো জসমজমাট শীতকালীন কবিতা উৎসব । বুধবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত উৎসবটি ছিলো কবিতা ছড়া গান আর কথামালায় মুখর ।
অঞ্জলিকা সম্পাদক কবি দিলরুবা শাহাদৎ এর সভাপতিত্বে আয়োজিত এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাক্তার মফিজুল ইসলাম মান্টু, রংপুর লেখক সংসদের সভাপতি মোঃ আবুল কাশেম, বিশিষ্ট কবি তৌহিদা খাতুন , সাবেক জেলা কালচারাল অফিসার এস,এম আবদুর রহিম ও সাহিত্য পত্রিকা “টইটই” সম্পাদক আজহারুল ইসলাম আল আজাদ । শুভেচ্ছা কথা বলেন, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান ও মানবাধিকার কর্মী চান মিয়া ।
উৎসবে স্বরচিত ছড়া কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন, বাদল রহমান,নজরুল মৃধা, জোসেফ আকতার, বিমলেন্দু রায়, তৈয়বুর রহমান বাবু, ডক্টর নাসিমা আকতার, শাহিদা মিলকি, নাহিদা ইয়াসমিন, সুফি জাহিদ হোসেন , সাহিনা সুলতানা, মাসুম মোরশেদ, ময়নুল ইসলাম, কামরুন্নাহার রেনু, আফরোজা বেগম, বজলুর রশিদ, মিজান তালুকদার , মোকাদ্দেস এ রাব্বী, খন্দকার মাহফুজার রহমান, মাহমুদ নাসির, শরীফ সুমন, সাহারিয়া সিদ্দিকী, অহিদুল ইসলাম, মনিরুজ্জামান মনির, সেলিনা সাত্তার শেলী, শাহ আলম, তাপস মাহমুদ, পারভীন আকতার, দিনাজী সিরাজ, সরকার মোহাম্মদ তোফাজ্জল হোসেন , এস,এম জিন্নাহ চৌধুরী, মোরশেদ সারওয়ার জুয়েল,আহসান হাবীব রবু, মুসাফা আকতান বাণু, মেহেদী মাসুদ, জুয়েল আহমেদ রাহুল, ধ্রুবক রাজ, জরিফা সুলতানা, খন্দকার লাইবা হক স্নেহা, রুমানা বেগম, মো: আবদুল কুদ্দুস, ফেরদৌসী লিজা, মো: আজিজুল ইসলাম, সুমাইয়া বিনতে সিফাত শুধু প্রমূখ ।
উৎসবে গান গেয়ে শোনান রওশন আরা সোহেলী, সুফি জাহিদ হোসেন , ও রাকিবুল ইসলাম । পুরো আয়োজনটি উপস্থাপন করেন কতিপয় কবিতাকর্মী সংগঠনের আহবায়ক মাহবুবুল ইসলাম।