হাসান আল সাকিব: বিএনপি জামাত অপশক্তির হরতালের নামে সন্ত্রাস নৈরাজ্য হত্যার বিরুদ্ধে রংপুর বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে নগরীর বাটার গলি দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে আ'লীগ সমাবেশে গিয়ে অংশগ্রহণ করে নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক তানিম আহসান চপলের নেতৃত্ব কয়েক শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করে।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, ‘শনিবার একজন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে তারা তাদের খুনের রাজনীতি ও নৈরাজ্যের রাজনীতির আবারো প্রমাণ দিয়েছে। বিএনপি যে সন্ত্রাসীর দল, মানুষ মারার দল গতকাল সেটা দেশের জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে আবারও।তাই সাধারণ মানুষ তাদের হরতাল প্রত্যাখ্যান করেছে ।’