মমিনুল ইসলাম রিপন রংপুর।। , রংপুর: ডেভিল হান্ট অপারেশনে রংপুর জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ শফিকুজ্জামান শিপন কে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) রাতে রংপুর নগরীর লালবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাঁকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মারপিট ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, যুবলীগের শফিকুজ্জামান শিপনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মারপিট ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে। আজকে আদালতে প্রেরণ করা হবে।