আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

রংপুরে দুই ইরানি নাগরিককে মারপিট করে মোবাইল-বিদেশি মুদ্রা ছিনতাই

সোমবার, ২ জুন ২০২৫, রাত ১১:১১

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জে দুই ইরানি নাগরিককে মারপিট করে মোবাইল ও বিদেশি মুদ্রা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থল হতে ওই বিদেশি নাগরিক ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে সেনা টহল দল।

রংপুর তারাগঞ্জের ক্যাম্প-কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজন জানান, সোমবার দুপুর ১২টায় জেলার তারাগঞ্জ উপজেলার কুর্ষা ইউনিয়নের দক্ষিণ গনি-রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর পেট্রোল দল সেখানে দ্রুত ছুটে যায়। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ইরানি দম্পতি হোসেইন সেলিম রেজা (৬৪) এবং ইয়াজদানজো ইয়াসমিনকে (৫৭) উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে আসে।

এ সময় ইরানি দম্পতি সেনাবাহিনীকে জানান, তারা রোববার ঢাকা থেকে রংপুরে ঘুরতে এসেছেন। পরে তারা বিদেশি হওয়ায় ভাড়াগাড়িতে গুগল ম্যাপ ব্যবহার করে নিজে ড্রাইভ করায় ভুল রাস্তায় ঢুকে তারাগঞ্জ চলে আসেন। এরপর তাদের হাতে বিদেশি টাকা থাকায় তারা এলাকাবাসীর কাছে সাহায্য চান; কিন্তু এলাকাবাসী তাদের সাহায্য না করে উল্টো মারধর করে ডলার, মোবাইল, একটি হাত ঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেয়।

সেনাবাহিনী এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করেছে এবং সেনাবাহিনীর টহল দল ওই এলাকা তল্লাশি করে বিদেশি নাগরিকদের খোয়া যাওয়া ডলার, ঘড়ি, মোবাইল ও পাসপোর্ট  উদ্ধার করে। পরে সেনাবাহিনীর পেট্রোল দলের গাড়িবহরের কড়া নিরাপত্তা দিয়ে দুই ইরান নাগরিককে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করে এবং তাদের নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়া হয়েছে।

ক্যাম্প কমান্ডার গণমাধ্যমকে বলেন, সন্ত্রাসী ও ছিনতাইয়ে জড়িত এবং বিভিন্ন অপকর্ম করে যারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করতে চায় তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এ ধরনের সহিংসতা সৃষ্টিকারীদের সেনাবাহিনী যেকোনো মূল্যে দমন করবে।

এ সম্পর্কে জানতে চাইলে রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন বলেন, এ ঘটনায় গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিক্রিয়া চলছে। ইরানি দম্পতিকে নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়া হয়েছে। তাদের ছিনতাইকৃত জিনিসপত্র সেনাবাহিনীর দল উদ্ধার করে দিয়েছে।

মন্তব্য করুন


Link copied