নিজস্ব প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় মহাসড়কের পাশে নছিমন উল্টে খাদে পড়ে মো. আমজাদ হোসেন (৫৮) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভেলুপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত আমজাদ হোসেন রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন আঠারোকিঠো বিশ্বনাথপুরের মৃত ফজল মেম্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিবুর রহমান জানান, লালমনিরহাটের বড়বাড়ী হাটে গরু বিক্রি করে নছিমনে করে বাড়ি ফিরছিলেন আমজাদ হোসেন। দুপুরে কাউনিয়া উপজেলার ভেলুপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত ট্রাকের ধাক্কায় নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।
এতে চালকের পাশে বসে থাকা আমজাদ হোসেন নছিমনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, মহাসড়কে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং একজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।