আর্কাইভ  বুধবার ● ৮ অক্টোবর ২০২৫ ● ২৩ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
‘আইতোত হঠাৎ করে নদীর পানি এক্কেবারে বাড়ি গেইল, ‘কেমন করি খাওয়া দাওয়া করমো, সেই চিন্তা বাহে’

তিস্তাপাড়ে হাহাকার
‘আইতোত হঠাৎ করে নদীর পানি এক্কেবারে বাড়ি গেইল, ‘কেমন করি খাওয়া দাওয়া করমো, সেই চিন্তা বাহে’

নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামাল

আইসিটি আইন সংশোধন
নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামাল

মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই : সারজিস আলম

মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই : সারজিস আলম

সংসদে নারীদের জন্য আলাদা ৩০০ আসনের প্রস্তাব

সংসদে নারীদের জন্য আলাদা ৩০০ আসনের প্রস্তাব

তিস্তার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

রংপুরে বিএনপি নেতাদের সঙ্গে চীনা প্রতিনিধিদলের মতবিনিময়

মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, রাত ০৯:৩৯

Advertisement

মমিনুল ইসলাম রিপন রংপুর।। রংপুরে বিএনপির জেলা ও মহানগর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেছেন চীন সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। মঙ্গলবার (২২ জুলাই) সকালে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে চীন সরকারের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ডিরেক্টর অব দ্য পলিটিক্যাল সেকশন, জং জিং। তার সঙ্গে চীন সরকারের আরো দুজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং দোভাষী অংশ নেন।

এদিকে, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ-উন-নবী ডন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু,  জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা যায়, চীনা প্রতিনিধি দল বিএনপি নেতাদের কাছে জনগণ কেন বিএনপিকে ভোট দেবে, বর্তমানে তাদের জনপ্রিয়তা কেমন, অতীতে তারা ক্ষমতায় থাকাকালে দেশের মানুষের উন্নয়নের জন্য কি কি করেছেন, এমন নানা ধরনের প্রশ্ন করে তাদের কাছে বিস্তারিত জানতে চান।

বৈঠকে অংশ নেওয়া একাধিক বিএনপি নেতা জানান, চীনা প্রতিনিধি দল বিভিন্ন ধরনের প্রশ্ন ছুড়ে দিয়ে উত্তর জানতে চান। বিএনপির নেতারা চীনা প্রতিনিধি দলের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেই সঙ্গে রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন সরকারের সরাসরি অংশ নিয়ে বাস্তবায়ন করা, তাদের প্রতিশ্রুত এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণের কাজ দ্রুত শুরু করাসহ রংপুর অঞ্চলের উন্নয়নে আরও বেশি বেশি অংশ নেওয়ার আহ্বান জানান।

এদিকে, বৈঠক শেষে চীনা প্রতিনিধিদল বিএনপি কার্যালয় থেকে সরাসরি রংপুরের গঙ্গাচড়া উপজেলার চর ইছলী, লক্ষ্মীটারীর চরসহ তিস্তা নদীর ভাঙনে সর্বস্বান্ত পরিবারের অবস্থা সরেজমিন জানতে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

তারা ক্ষতিগ্রস্ত মানুষগুলোর অবস্থা, কিভাবে তাদের সংসার চলছে, তাদের কী কী সমস্যা, তাদের বাড়িঘরসহ ইত্যাদি নানা বিষয়ে জিজ্ঞাসা করেন। চীনা প্রতিনিধিদল তিস্তা নদীর বিভিন্ন এলাকায় নদীর গতিপথসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।

মন্তব্য করুন


Link copied