ডেস্ক: রংপুরে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ২২ মামলায় গ্রেপ্তারদের মধ্যে জামিন ও বিশেষ আদেশে ২০০ জনকে মুক্তি দিয়েছেন আদালত। এসব মামলায় প্রায় ৩০০ জনকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে নির্বাহী আদেশে রাত ৮টা পর্যন্ত ২০০ জনের মুক্তির আদেশ পেয়েছে রংপুর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত রংপুর কারাগার থেকে ২০০ জন মুক্ত হন বলে নিশ্চিত করেছেন রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক।
তিনি জানান, ‘এর মধ্যে রয়েছে সঙ্গীতশিল্পী হৃদয় জে জে, রংপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজুসহ শিক্ষার্থী, বিএনপি-জামায়াত ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, আইনজীবী ও সাধারণ মানুষ। এসময় কারাগারের সামনে ভিড় জমান শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং বিএনপি-জামায়াত ও তাদের অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও স্বজনরা।
তিনি আরও জানান, ‘রাত ৮টা পর্যন্ত দুই শতাধিকের মুক্তির আদেশ পেয়েছি। এখন পর্যন্ত কোর্ট থেকে নতুন করে আদেশ আসা চলমান রয়েছে।’