হাসান আল সাকিব: রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক ব্যক্তিকে মোবাইল ফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ময়েনপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত হাসেম আলী (৫৬) জগদিশপুর গ্রামের মৃত আবুবক্কর সিদ্দিকের ছেলে।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়েছে মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে বাবলু মিয়া নামে একজন মোবাইল ফোনে হাসেম আলীকে বাড়ি থেকে ডেকে নেন। এরপরে রাত সাড়ে ৯টার দিকে হাসেম আলীর লাশ একটি আমবাগানে পাওয়া যায়। তাকে মাথায় কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী জুলেখা বেগম শাহজান মিয়া, আতাউর রহমান ও বাবলু মিয়াসহ অজ্ঞাত আরও ৪ - ৫ জনকে আসামী করে মামলা করেছেন।
মিঠাপুকুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, এই ঘটনায় এজাহারভুক্ত আসামী বাবলু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।