নিজস্ব প্রতিবেদক: রংপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার রংপুর মেডিকেল কলেজ প্রাঙ্গণে উত্তরবঙ্গ প্রাক্তন শিক্ষার্থী কমিটির আয়োজনে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, উত্তরবঙ্গ প্রাক্তন শিক্ষার্থী কমিটির সভাপতি ও সহযোগী অধ্যাপক ডা. এম এ বাছেদ মিঠুন, সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক ডা. তৌহিদুর রহমান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক ডা. সুলতানা আশরাফি আহমেদসহ অন্যান্য সদস্যরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল বিভিন্ন ব্যাচের পরিচয়পর্ব, স্মৃতিচারণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।
অনুষ্ঠানে উত্তরবঙ্গে কর্মরত সরকারি-বেসরকারি হাসপাতালে চাকরিরত ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে মিলিত হয়ে তারা আনন্দ প্রকাশ করেন এবং চিকিৎসা শিক্ষা ও চিকিৎসক পেশার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।