আর্কাইভ  সোমবার ● ৬ অক্টোবর ২০২৫ ● ২১ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল-ভারতে নিহত ৬৭

ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল-ভারতে নিহত ৬৭

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

রংপুরে সম্পদ ফেলে এমপিদের চম্পট

শনিবার, ১২ অক্টোবর ২০২৪, সকাল ০৯:৫১

Advertisement

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে জনরোষ থেকে বেঁচে গেলেও বিপদে পড়েছেন আওয়ামী লীগের মন্ত্রী ও নেতাকর্মীরা। সরকার পতনের পর আত্মগোপন করেছেন রংপুরের এমপিরাও।

গত পাঁচ বছরে রংপুরে আওয়ামী লীগের সব এমপির অর্থ ও সম্পদ বেড়েছে কয়েক গুণ। কারো নগদ অর্থ বেড়েছে, কারো বেড়েছে ব্যাংকে জমা, কেউ কিনেছেন জমি, কেউ গড়েছেন অট্টালিকা।

আন্দোলনের ঘটনার পর গত দুই মাস রংপুর-৬ আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের স্পিকার নিজ এলাকায় আসেননি। চারটি আসনের সাবেক এমপিসহ দলের জনপ্রতিনিধি ও শীর্ষ পর্যায়ের নেতারা এখন গ্রেপ্তার ও প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাঁদের বিরুদ্ধে হত্যা ও ভাঙচুর, পুলিশের কাজে বাধাসহ ডজনখানেক করে মামলা দেওয়া হয়েছে।

এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও। বাড়িঘরে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের আশঙ্কা করছেন তাঁরা। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদে জেলার সংসদীয় ছয়টি আসনের পাঁচটিতেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ নেতারা ও একটিতে জাতীয় পার্টি। জাতীয় পার্টির এমপির বিরুদ্ধে রংপুরে এখনো মামলা হয়নি।

আত্মগোপনে থাকা রংপুরের সাবেক এমপিরা হলেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি করপোরেশন) আসনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনের সাবেক বাণিজ্যমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক টিপু মুনশি, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার। এ ছাড়া সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য ছিলেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাছিমা জামান ববি। তিনিও হত্যা মামলার আসামি।

গত ৪ আগস্ট গঙ্গাচড়ায় আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী মিছিল হয়। ওই দিন আন্দোলনকারীদের হাতে লাঞ্ছিত হন রংপুর-১ আসনের সংসদ সদস্য বাবলু।

তিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। রংপুর-২ আসনের সংসদ সদস্য ডিউকের বাসায় তিন দফা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে মালামাল লুট করা হয়। এ ছাড়া উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট, পৌর মেয়র টুটুল চৌধুরী, সাবেক মেয়র উত্তম কুমার সাহা, উপজেলা যুবলীগের আহ্বায়ক পলিন চৌধুরীসহ সান্টু চৌধুরী ও লিটন চৌধুরীর বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও ছিলেন এলাকাছাড়া। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিঠাপুকুরের আগের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমানের বাড়িতেও আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। অন্যদিকে রংপুর-৬ আসনের সংসদ সদস্য ও সদ্য বিলুপ্ত সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী স্থানীয় না হওয়ায় পীরগঞ্জে তাঁর বিরুদ্ধে কোনো সহিংস ঘটনা ঘটেনি। সরকার পতনের দিন শেখ হাসিনার শ্বশুরবাড়ি হিসেবে পরিচিত পীরগঞ্জে হামলা ও ভাঙচুর হয়েছে আওয়ামী লীগ কার্যালয়ে।

এদিকে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল ও সংরক্ষিত আসনের এমপি নাসিমা জামান ববির বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এর মধ্যে তুষার কান্তিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এখন তিনি রংপুর জেলখানায়।

রংপুরের মন্ত্রী-এমপিদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ও ধনাঢ্য ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং সাবেক এমপি আশিকুর রহমান। বিলাসবহুল বাড়ি-গাড়ির অভাব নেই তাঁদের। জানা গেছে, রংপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য টিপু মুনশি বাণিজ্যমন্ত্রী থাকাকালে রংপুর-ঢাকা ও বিদেশে বাড়িগাড়ি ও হাসপাতাল করেছেন তিনি।

অপরদিকে রংপুর-৫ আসনের সাবেক এমপি আশিকুর রহমানের মালিকানায় মেঘনা ব্যাংক, বিদেশে কয়েকটি বাড়ি ও ঢাকায় দেড়-ডজন বাড়ি আছে। তিনি টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, জমি দখলসহ বিভিন্ন অপকর্ম ও লুটপাট করে অনেক টাকার সম্পদ অর্জন করেছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। যারা এসব ঘটনায় জড়িত, ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। খবর-দৈনিক কালের কন্ঠ

মন্তব্য করুন


Link copied