মমিনুল ইসলাম রিপন রংপুর।। রংপুরের পীরগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু’ অভিযানে ভেন্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, বাধা ও হত্যাচেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে ভেন্ডাবাড়ী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মঞ্জুর হোসেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি উপজেলার ভেন্ডাবাড়ী গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভেন্ডাবাড়ী ফাঁড়ি থানার ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক (এস আই) হুমায়ুন কবির বলেন, আসামি মঞ্জুর হোসেনের নামে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু’ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।