আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

রংপুরে সেনাবাহিনীর স্বাস্থ্যসেবা ক্যাম্পে সহস্রাধিক অসহায় মানুষের মুখে হাসি

সোমবার, ২৮ জুলাই ২০২৫, দুপুর ০৩:৫৩

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন: জুলাই পুনর্জাগরণ উপলক্ষে রংপুরে প্রান্তিক পর্যায়ের অসহায় ও দুস্থ সহস্রাধিক নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত রংপুর ইনডোর স্টেডিয়ামে একদিনের বিশেষ চিকিৎসা সেবা দেয়া হয়। 

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া কমান্ড এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করে। এতে ৩ জন মেডিসিন বিশেষজ্ঞ, একজন শিশু রোগ বিশেষজ্ঞ (পেডিয়াট্রিশিয়ান), একজন স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ (গাইনোকোলজিস্ট ও অবসটেট্রিশিয়ান)। চিকিৎসা সেবা প্রদান করেন।

এছাড়া, স্বাস্থ্যসেবা ক্যাম্পে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় এবং কৃমিনাশক ওষুধসহ চিকিৎসাসেবা রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া কমান্ডারের দিক নির্দেশনায় স্বাস্থ্যসেবা ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী পরিচালক মেডিকেল সার্ভিস (এডিএমএস) কর্নেল রেজা।

সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের মাধ্যমে গরীব ও দুস্থ জনগোষ্ঠী, নারী ও প্রসূতি রোগী এবং শিশুদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। এতে চিকিৎসা সেবা নিয়ে শত শত মানুষকে হাসি মুখে ওষুধপত্র হাতে ফিরতে দেখা যায়। সাধারণ জনগণের মাঝে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ প্রশংসা কুঁড়িয়েছে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম নিয়মিত হলে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা আরও সহজ হবে।

চিকিৎসা নিতে আসা জুম্মাপাড়ার গৃহিণী রিকু বেগম বলেন, তার ছয়মাস বয়সী মেয়ে শারীরিকভাবে অসুস্থ। সুজি ছাড়া বুকের দুধও খায় না। এছাড়া ছয় বছর বয়সী ছেলের জ্বর। লোকমুখে চিকিৎসার কথা শুনে এখানে এসেছেন।

হনুমানতলা এলাকার কাপড় ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, তার ডায়াবেটিস ও বুকে ব্যথা। এখানে এসে প্রথমে ডায়াবেটিস পরীক্ষা করিয়েছেন। এরপর বুকের ব্যথার জন্য ডাক্তার দেখান। সেনাবাহিনীর চিকিৎসক দলের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় সংশ্লিষ্ট দফতরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আলমগীর।

স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজক সূত্র জানায়, এক হাজার রোগীকে চিকিৎসা দেওয়ার প্রাথমিক প্রস্তুতি নিয়ে শুরু হয় জুলাই পুনর্জাগরণ উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম। স্বাস্থ্যসেবা ক্যাম্প থেকে কাউকে গুরুত্বর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার প্রয়োজন হলে অ্যাম্বুলেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়।

মন্তব্য করুন


Link copied