রংপুর প্রতিনিধি: রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সাজ্জাদ হোসেন হত্যা মামলায় গঙ্গাচড়া ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, ইউপি চেয়ারম্যান লেবুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই রংপুর নগরীর সিটি বাজারের সামনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান সবজি বিক্রেতা নগরীর পূর্বশালবন এলাকার সাজ্জাদ হোসেন। এ ঘটনায় গত ২০ আগস্ট সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে ৫৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩’শ জনের বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালী আমলী আদালতে হত্যা মামলা দায়ের করেন। এ মামলার ৪৪ নম্বর আসামী ছিলেন মাজহারু ল ইসলাম লেবু। তিনি গঙ্গাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।