স্টাফ রিপোর্টার: রংপুরে হত্যা মামলার আসামি তৈয়ব আলীকে (৩৬) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে গঙ্গাচড়া উপজেলার কুটিরঘাট ঘাঘট নদীর তীরের পাশের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তৈয়ব আলী দক্ষিণ বেতগাড়ি শাহপাড়া গ্রামের চটকু মিয়ার ছেলে। র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ বেতগাড়ি শাহপাড়া গ্রামের বাসিন্দা সাজু মিয়ার সাথে তৈয়ব আলী ও তার সহযোগিদের আর্থিক লেনদেন দিয়ে ঝগড়া হয়। এর জের ধরে ১৭ মে সন্ধ্যায় তৈয়ব আলীসহ তার সহযোগিরা সাজু মিয়াকে মোবাইল ফোনে ডেকে অজ্ঞাত স্থানে ডেকে নিয়ে যায়। পরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে।
হত্যার পর ঘটনা ভিন্ন খাতে প্রাবাহিত করতে সাজু মিয়ার মরদেহ ১০ কিলোমিটার দূরে লালমনিরহাটের কালিগঞ্জ থানা এলাকায় বিদ্যুতের তারের সাথে জড়িয়ে রাখে। ওই দিন দিবাগত রাত পুলিশ মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার আদালতে মামলা করে তদন্তে নামে র্যাব।
এদিকে মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে চলে যায় তৈয়ব আলীসহ তার সহযোগিরা। একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তৈয়ব আলীকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে।