আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

রংপুরে ৩০ গ্রাম হেরোইন রাখায় একজনের যাবজ্জীবন

মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, রাত ১০:০৯

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন রংপুর।। রংপুরের মিঠাপুকুরে ৩০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হওয়া মাদক মামলার আসামি মো. নুর মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ঘটনার প্রায় দুই বছর পর এ রায় ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো. নাজির  এ রায় প্রদান করেন। এসময় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডে প্রদান করা হয়।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর ‘খ’ সার্কেল মিঠাপুকুরের উপ-পরিদর্শক মো. জামালুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মিঠাপুকুরের খোদ কশিনাথপুর গ্রামে আসামির বসতবাড়ি ঘেরাও করে শয়ন কক্ষে থেকে  ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক মো. জামালুর রহমান বাদী হয়ে মিঠাপুকুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে আসামি জামিলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আসামি মো. নুর মিয়াকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

সরকারপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী পিপি মো. আফতাব উদ্দিন জানান, আসামি একজন চিহ্নিত মাদককারবারি। তাকে ৩০ গ্রাম হেরোইনসহ আটক করেছিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেছেন। এ রায়ে সরকার পক্ষ সন্তোষ বলে জানান তিনি।

এদিকে আসামিপক্ষে আইনজীবী ছিলেন মো. আরিফুল ইসলাম ।

মন্তব্য করুন


Link copied