স্টাফ রিপোর্টার: রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা থেকে ৭২ কেজি গাঁজা ভর্তি ট্রাকসহ ২শীর্ষ মাদক ব্যাসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩ রংপুর।
র্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার(১২ জুলাই) রাত ২টায় ব্যাটালিয়ন সদর,র্যাব-১৩ রংপুর এর আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জেলার গঙ্গাচড়া থানাধীর ৫ নং লক্ষীটারী ইউনিয়নের মহিপুর কাকিনা ব্রীজের উত্তর পাশে বায়তুল নুর জামে মসজিদের সামনে কাকিনা বাজার থেকে রংপুর গামী পাকা রাস্তার উপর একটি ট্রাক তল্লাশি করে ৭২ কেজি গাঁজা সহ শীর্ষ মাদক কারবারী শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া মাছ পাড়া গ্রামের আজিজের ছেলে সাজু (৩৫) এবং জামালপুর জেলার ইসলামপুর থানার ৪নং চর এলাকার মৃত লালমিয়ার ছেলে ফজলু (৫০) কে গ্রেফতার করা হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রংপুরের গঙ্গাচড়া থানায় র্যাব বাদী হয়ে একটি মামলা রুজু করে আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।