আর্কাইভ  রবিবার ● ৫ অক্টোবর ২০২৫ ● ২০ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
রংপুরের গঙ্গাচড়ায় হঠাৎ ঝড়ে ৮০০ ঘরবাড়ি বিধ্বস্ত

রংপুরের গঙ্গাচড়ায় হঠাৎ ঝড়ে ৮০০ ঘরবাড়ি বিধ্বস্ত

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চল প্লাবিত

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চল প্লাবিত

তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার  কাজ শুরুর দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

রংপুরসহ পাঁচ জেলায় পদযাত্রা
তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

দুর্নীতি মামলায় খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

দুর্নীতি মামলায় খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

রংপুরে ৭৬ অস্ত্রের মধ্যে জমা হয়েছে ৫৬ টি

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪, রাত ০৯:৫০

Advertisement

হাসান আল সাকিব: সারাদেশে রাত ১২ টায় শেষ হবে অস্ত্র জমার সময়সীমা। এ সময়ে রংপুরে বৈধ অস্ত্র জমা দেয়ার শেষ দিন সন্ধ্যা পর্যন্ত ৫৬ টি আগ্নেয়াস্ত্র জমা পড়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে। জমা না হওয়া অস্ত্র উদ্ধারে বুধবার থেকে নামবে যৌথ বাহিনী। যৌথ অভিযানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা থাকবেন। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছাঃ শাহানাজ বেগম। 

জেলা প্রশাসন সুত্রে জানা যায়,  রংপুরে বেসামরিক ও  বিভিন্ন প্রতিষ্ঠানের অস্ত্রের সংখ্যা ছিল ১৬৪টি। এরমধ্যে ব্যক্তি পর্যায়ে ৭৬ টি অস্ত্র রয়েছে। বাকীগেুলো বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে। ব্যক্তি পর্যায়ে থাকা ৭৬ টি অস্ত্রের মধ্যে  আজ (মঙ্গলবার) সন্ধ্যা পর্যন্ত ৫৬ টি অস্ত্র (পিস্তলসহ বিভিন্ন অস্ত্র) জমা হয়েছে। এখনো ২০ টি অস্ত্র বিভিন্ন ব্যক্তির কাছে রয়েছে।

জানা গেছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে গত ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক লোকজনকে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। ওই সময়ে যাদের লাইসেন্স দেয়া হয়েছে তাদের ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়েছে।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী অস্ত্র-গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন পেরিয়ে যাওয়ার পর অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হবে। অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারে অভিযান শুরুর খবরে অনেকেই স্বাগত জানিয়েছেন। 

রংপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছা: শাহনাজ বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৫৬ টি অস্ত্র জমা হয়েছে। রাত ১২ টা পর্যন্ত এ অস্ত্র জমা দেয়ার সময়সীমা রয়েছে। এরমধ্যে হয়তো অনেকে তাদের নিকট থাকা অস্ত্র জমা দিবেন। কালকে (বুধবার) থেকে জমা না দেয়া বাকি অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে।

মন্তব্য করুন


Link copied