আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

রংপুরের ক্রিকেট অঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে- বিসিবি সভাপতি

শনিবার, ২৮ জুন ২০২৫, দুপুর ০৩:১৫

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি মোঃ আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, রংপুরের ক্রিকেট অঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। বাংলাদেশের ক্রিকেট অঙ্গন অনেক সমৃদ্ধ। টেষ্ট, ওয়ানডে ও টি টুয়েন্টি সব ফরমেটে বাংলাদেশের র‌্যাংকিং অনেকটাই উপরে। টপ লেভেলে বাংলাদেশের অবস্থান অনেকটাই সময়ের ব্যাপার। আগামী দিনের ক্রিকেটারদের খেলার মান উন্নয়নের কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। সে কারণে বিভাগীয় নগরীতে আমাদের সফর। আমরা খেলার মাঠ, স্টেডিয়াম, প্রাকটিস পিচ ও সর্বোপরি ক্রিকেট দর্শক বাড়ানোর কাজ করছি।
 
রংপুরের স্বনামধন্য ক্রিকেটাররা আগেও জাতীয় দলে অবদান রেখেছে এখনও তারা কাজ করছে। অঞ্চলভিত্তিক ক্রিকেট খেলা ও হান্ট প্রতিযোগিতার মাধ্যমে ট্যালেন্ট ক্রিকেটার বের করে আনা হবে। এছাড়াও যেসব মাঠ পড়ে আছে সেগুলোকে খেলার আওতায় আনতে সারা দেশে ১শ ক্রিকেট পিচ তৈরি করা হবে। রংপুর বিভাগে আর্ন্তজাতিক মানের ক্রিকেট ষ্টেডিয়াম ও বয়স ভিত্তিকসহ প্রিমিয়ার লীগগুলোর ভেন্যু করার বিষয়টি বিসিবির প্রক্রিয়াধীন রয়েছে।
 
শনিবার সকালে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পুর্তিতে দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
এসময় রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, বিসিবি সভাপতির উপদেষ্টা আবিদ হাসান সামি, বাংলাদেশ নারী ক্রিকেট অধিনায়ক নীগার সুলতানা, সাবেক ক্রিকেটার নাসির হোসেন, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, জেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি ফারহান তানভীর প্রমুখ।
 
পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি মোঃ আমিনুল ইসলাম বুলবুল বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন এবং অনুর্ধ ১২ ক্রিকেট ফেস্টিভ্যালে সিক্স এ সাইড উৎসবের টস করেন। উৎসবের আরো আয়োজনের মধ্যে ছিল পেস চ্যালেঞ্জ বোলারদের গতি পরীক্ষা, ক্রিকেট মেন্টরিং অভিভাবকদের বেসিক ক্রিকেট কোচিং, কমেন্ট্রি স্কিল ধারাভাষ্য দেয়ার সুযোগ, হিট দ্যা স্টাম্প সরাসরি স্টাম্পে আঘাত, আর্ট কম্পিটিশন ছবি আকা প্রতিযোগিতা, উইশ ফর বাংলাদেশ টিম বিশেষ বোর্ডে বাংলাদেশ দলের শুভকামনা জানানো।  উৎসবে ক্রিকেট, শিক্ষা, কুইজ ও ফ্যানের সমন্বয়ে বিভিন্ন আর্কষণীয় কার্যক্রম। পরে বিসিবি সভাপতি খেলোয়ার, অভিভাবক ও ক্রীড়ামোদিদের সাথে মতবিনিময় করেন। 

মন্তব্য করুন


Link copied