আর্কাইভ  সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫ ● ১০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

প্লট বরাদ্দে দুর্নীতি
হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

হাসিনা-রেহানা-টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

হাসিনা-রেহানা-টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

রাজনীতি ছেড়ে 'পাপমুক্ত' হতে দুধ দিয়ে গোসল!

রাজনীতি ছেড়ে 'পাপমুক্ত' হতে দুধ দিয়ে গোসল!

রংপুরের বোলিং তোপে ১১১ রানেই আটকে গেল ঢাকা

মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫, দুপুর ০৩:২৪

Advertisement

ক্রীড়া ডেস্ক : বিপিএলে তিন ম্যাচের মধ্যে সবকটিতেই হেরেছে ঢাকা ক্যাপিটালস। জয়ের মুখ দেখতে ফ্র্যাঞ্চাইজিটি ইংল্যান্ড থেকে জেসন রয়কে উড়িয়ে এনেও কাজের কাজ হয়নি। শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে সামনে ১১১ রানেই হয়েছে অল আউট। জয়ের জন্য রংপুরকে করতে হবে ১১২ রান।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে ঢাকা। ওপেনার হাবিবুর রহমান সোহান ১২ বলে ১৪ রান করে আউট হন। নিচু হওয়া লেংথ ডেলিভারিতে তাকে বোল্ড করেন আকিফ জাভেদ। ২৮ রানে প্রথম উইকেট হারায় ঢাকা। 

শেখ মেহেদী হাসানের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অ্যালেক্স হেলস। ইংলিশ ওপেনার ১২ বলে ১৮ রান করেন। পাওয়ার প্লেতে দুই উইকেটে ৫৪ রান তোলে ঢাকা। ইফতিখার আহমেদের বলে ড্রাইভ করতে গিয়ে লাইন মিস বোল্ড হন তানজিদ হাসান তামিম, করেন ১৬ বলে ২০ রান। 

অনুশীলনে না থাকায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তি হিসেবে আগের তিন ম্যাচে একাদশে ছিলেন না সাব্বির রহমান। এবার সুযোগ পেয়ে ২ রানের বেশি করতে পারেননি। খুশদিল শাহের মারতে গিয়ে ডিপে কামরুল ইসলাম রাব্বির হাতে ক্যাচ তুলে দিয়েছেন এই ব্যাটার। শর্ট মিড উইকেটে ইফতিখারকে ক্যাচ দিয়ে বিদায় নেন রানের খাতা না খোলা অধিনায়ক থিসারা পেরেরা। 

দশম ওভারের শেষ বলে লিটন দাসের উইকেটও হারায় ঢাকা। নাহিদ রানার বলে পুল করতে চেয়েছিলেন লিটন, যদিও ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ থেকে কয়েক পা এগিয়ে সহজ ক্যাচ লুফে নেন আজিজুল হাকিম তামিম। ফেরার আগে লিটন করেন ১৩ বলে ৯ রান।

মোসাদ্দেক হোসেন সৈকত পেসার কামরুল ইসলাম রাব্বির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। ফেরার আগে ৯ বলে ১২  রান করেন। ৯৮ রানে অষ্টম উইকেট হারায় ঢাকা। পরে আমির হামজা ও আলাউদ্দিন বাবু আউট হলে থেমে যায় ঢাকার ইনিংস। রংপুরের হয়ে ২১ রান দিয়ে ৩ উইকেট পান নাহিদ রানা।

মন্তব্য করুন


Link copied