ডেস্ক: অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকায় রংপুরের জামাল মার্কেট এবং ছালেক মার্কেটকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রংপুর ও সিটি কর্পোরেশন।
রোববার (২৪ মার্চ) দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত ওই দুটি মার্কেটে সচেতনতামূলক অভিযানে গিয়ে এ ঘোষণা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্বে থাকা রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
দেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন মার্কেট ও কলকারখানায় সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনায় নড়েচড়ে বসেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। শুরু হয়েছে দেশের বিভিন্ন মার্কেট পরিদর্শন এবং অগ্নিনির্বাপন ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন। সেই ধারাবাহিকতায় রংপুরেও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এবং রংপুর সিটি কর্পোরেশন রংপুর নগরীর বিভিন্ন মার্কেটে অগ্নিনির্বাপন ব্যবস্থা আছে কিনা তা দেখার জন্য অভিযানে বের হন। এসময় জাহাজকোম্পানী শপিং কমেপ্লেক্সসহ কয়েকটি মার্কেট অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নগরীর জামাল মার্কেট ও ব্যস্ততম মার্কেট হিসেবে পরিচিত ছালেক মার্কেটের অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন ২০০৩ অনুযায়ী ওই মার্কেট দুটি ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হয়। সেই সঙ্গে ‘ঝুঁকিপূর্ণ’ঘোষণার সাইনবোর্ড ঝুলিয়ে দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে মার্কেট দুটিতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সচেতনতামুলক অগ্নিনির্বাপনের ব্যবস্থা সংক্রান্ত ব্রিফ করা হয়।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স রংপুরের উপ-সহকারী পরিচাল বাদশা মাসউদ আলম বলেন, অগ্নিনির্বাপন ব্যবস্থাপনা দেখার জন্য বিভিন্ন মার্কেটে অভিযান পরিচালনা করা হয়েছে। সেই সঙ্গে মার্কেট কমিটির সদস্যদের অগ্নিনির্বাপনের প্রাথমিক বিষয়গুলো হাতে কলমে দেখিয়ে দেওয়া হয়েছে। এসময় দুটি মার্কেট ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হয়েছে।
রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, রংপুরের মার্কেট শপিংমল গুলোতে অগ্নিনির্বাপন ব্যবস্থাপনা কেমন আছে, সেটি দেখার জন্য সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছি। অভিযানের সময় নগরীর জামাল ও ছালেক মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এরকম অভিযান চলমান থাকবে। অভিযানের পাশাপাশি মার্কেটগুলোতে তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন ঢাকায় পাঠানো হবে।
অভিযানের সময় রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলনসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।