আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

রাজীবপুরে আ'লীগ নেতা আটক

মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, বিকাল ০৫:৫৭

Advertisement Advertisement

রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের রাজীবপুর  উপজেলার কোদালকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ছক্কু (৬০) কে আটক করেছে রাজীবপুর থানা পুলিশের একটি দল।
 
আজ মঙ্গলবার দুপুরের দিকে কোদালকাটি বজার  থেকে তাকে আটক করা হয়।
 
থানার একটি সূত্র থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে কুড়িগ্রামের শিক্ষার্থী আশিক হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
 
কুড়িগ্রাম সদর থানা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে গত ৪ আগস্ট শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন শিক্ষার্থী আশিকুর রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। 
 
রাজীবপুর উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির ছক্কু এই মামলায় এজাহারনামীয় আসামি নন। তাকে সন্দেহ ভাজন হিসেবে আটক করা হয়েছে। 
 
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল আলম বলেন, হুমায়ূন কবির ছক্কু'কে  সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এতে রাজীবপুর থানা পুলিশের সহায়তা নেয়া হয়েছে।  
 
রাজীবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন বলেন, কুড়িগ্রাম সদর থানার একটি হত্যা  মামলায় হুমায়ুন কবির ছক্কু'কে আটক করা হয়েছে। তাকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়েছে  বলে নিশ্চিত করেছন তিনি। 
 

মন্তব্য করুন


Link copied