আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি এবং বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, রাত ১১:০৪

Advertisement Advertisement

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও সাউন্ড বক্স বাজানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

একই সঙ্গে এই সময়ে ক্যাম্পাসে আতশবাজি ও সাউন্ড বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া সব শিক্ষার্থীকে তাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরও যদি কোনো বহিরাগত ধরা পড়ে, তবে তাকে সংরক্ষিত এলাকায় প্রবেশের অপরাধে তিন দিনের জেল দেওয়া হবে। তদুপরি নিষেধাজ্ঞা অমান্য করে যদি কোনো শিক্ষার্থী আতশবাজি বা সাউন্ড বক্স বাজায়, তবে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন


Link copied