আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে সক্রিয় প্রতারক চক্র, থানায় অভিযোগ

সোমবার, ৩ জানুয়ারী ২০২২, সকাল ০৯:১৮

Advertisement Advertisement

ডেস্ক: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তি নিয়ে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। 

তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জালিয়াতি করে শিক্ষার্থীদের ভর্তির প্রলোভন দিচ্ছে। এতে করে প্রতারকদের জালে আটকা পড়ে মোটা অঙ্কের টাকা খোয়া যাচ্ছে শিক্ষার্থীদের। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

জানা যায়, শনিবার সকালে বেগম রোকেয়া ‘বিআরইউআর চান্স ১০০% করে দিব’ নামের একটি হোয়াটস অ্যাপ গ্রুপের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার হয়। 

ওই ম্যাসেজে বলা হয়, ‘যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, তাদের চান্স পাইয়ে দেব। এতে খরচ ২০ হাজার টাকা হলেও অগ্রিম পেমেন্ট করতে হবে ৮৫০ টাকা। বাকী টাকা ভর্তি হওয়ার পর’। 

ওই গ্রুপের আরেকটি স্ক্রিনশটে লেখা ছিল, ‘যারা রেজাল্ট চেঞ্জ করার জন্য ৮৫০ টাকা দিয়েছেন তাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে। বিকেল ৫টার সময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজাল্ট পাবেন। বাকি টাকা ভর্তির পর দেবেন’।    

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত একটি প্রতারক চক্র এই কাজটি করছে বলে আমরা ধারণা করছি। এ ঘটনায় তাজহাট থানায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী একটি অভিযোগ দায়ের করেছেন। শিক্ষার্থীরা মেধাতালিকা অনুযায়ী ভর্তি হতে পারবেন। জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোনো সুযোগ নেই।’ 

এ ব্যাপারে তাজহাট থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন থানায় অভিযোগ দিয়েছে। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।’

মন্তব্য করুন


Link copied