ডেস্ক: সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় এবার প্রশাসনের কর্মকর্তাদের ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুমকি দিয়েছেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আবু বক্কর সিদ্দিক শ্যামল।
হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল বলেছেন, “৭ তারিখের পর দাঁত ভাঙা জবাব পাবেন কর্মকর্তারা। আমরা রাজপথে নামব, আন্দোলন গড়ে তুলবো। আমরা মানববন্ধন করবো, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না ।”
বুধবার রাতে গড্ডিমারী এলাকায় নৌকার নির্বাচনি জনসভায় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোতাহার হোসেনের উপস্থিতিতে এই হুমকি দেন তিনি।
এই হুমকির একটি ভিডিও ফুটেজ সামাজিকযোগাযোগ মাধ্যমে ঘুরছে। এর আগে বুধবার দুপুরে সরকারি জমিতে শ্যামলের নির্মিত আলোচিত ‘বৈরালী রেস্তোরাঁ’ গুঁড়িয়ে দেওয়া হয়। সেই উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া প্রশাসনের কর্মকর্তাদের প্রতি এমন হুমকি দেন শ্যামল ।
হাতীবান্ধার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানিতে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) খাস জমির ওপর রেস্তোরাঁটি করেছিলেন শ্যামল।
ভিডিওতে শ্যামলকে প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ করে বলতে শোনা যায়, “যারা এই ভাঙচুরে (অবৈধ স্থাপনা উচ্ছেদে) অংশগ্রহণ করেছেন, যারা এতে মদদ দিয়েছেন, তারা আওয়ামী লীগের লোক হতে পারেন না। ওইসব প্রশাসন জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করেছেন।”
তিন জন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সরকারের ওই গুরুত্বপূর্ণ স্থাপনা দখলমুক্ত করাকে ইউপি চেয়ারম্যান শ্যামল ‘নৈরাজ্য’ আখ্যা দিয়ে বলেন, “শেখ হাসিনা ক্ষমতায় থাকার পরও আজকে দোয়ানির মাটিতে এই নৈরাজ্য কেন হলো? এর জবাব প্রশাসনকে দিতে হবে।
“শুধু ৭ তারিখের অপেক্ষায় আছি। ৭ তারিখের পরে আমরা সব রাস্তাঘাট বন্ধ করে দেব। এদের (প্রশাসনের কর্মকর্তাদের) বিচার না হওয়া পর্যন্ত কোনো রাস্তাঘাট খুলে দেওয়া হবে না।”
এ সময় ‘আমি হুঁশিয়ার করে দিতে চাই’ উল্লেখ করে শ্যামল বলেন, “৭ তারিখের পরের তারিখ আওয়ামী লীগের তারিখ, শেখ হাসিনার তারিখ, জননেতা মোতাহার হোসেনের তারিখ, আমাদের তারিখ। আমি হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা (প্রশাসনের কর্মকর্তারা) যে কাজটি আজকে (গত বুধবার) করেছেন, দাঁত ভাঙা জবাব ইনশাআল্লাহ আমরা দিবো।”
নানান কারণে বিভিন্ন সময়ে এলাকায় আলোচিত সমালোচিত শ্যামলকে এর আগে এই আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের গণসংযোগে হামলা, গাড়ি ও ক্যাম্প ভাঙচুরের অভিযোগে ২৩ ডিসেম্বর শোকজ করেছিল নির্বাচনি অনুসন্ধান কমিটি।
পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কার্যালয় থেকে জানা যায়, গড্ডিমারী ইউনিয়নের দোয়ানিতে এলাকায় তাদের অধিগ্রহণ করা ২৫ শতাংশ জমি অবৈধভাবে দখল করে রেস্তোরাঁ নির্মাণ করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেনের ব্যক্তিগত সহকারী আবু বক্কর সিদ্দিক শ্যামল।
২০২২ সালের ৭ জুলাই জমকালো আয়োজনের মধ্য দিয়ে সরকারি জমি দখল করে বানানো রেস্তোরাঁটি উদ্বোধন করেন সংসদ সদস্য মোতাহার হোসেন।
পানি উন্নয়ন বোর্ডের আপত্তিতে চলতি বছর ১২ মার্চ বৈরালীসহ বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন লালমনিরহাট জেলা প্রশাসক।
ওই আদেশের দীর্ঘ নয় মাস পর অবশেষে বুধবার শ্যামলের রেস্তোরাঁটিসহ সেখানে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, “আমরা যা করেছি সেটি আমাদের ছিল দায়িত্ব এবং কর্তব্য। আইনসিদ্ধভাবেই আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি।”