আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

লালমনিরহাটে বাস চাপায় চাচা ও ভাতিজি দুজনের মৃত্যু

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ০৫:০০

Advertisement Advertisement

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় চাকুরীর পরীক্ষায় নিয়ে যাবার পথে বাস চাপায় চাচা ও ভাতিজির মৃত্যু হয়েছে।

শুক্রবার(২৮ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী স্বর্নামতি ব্রীজের পশ্চিম পাড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত চাচা রমজান আলী(৫২) কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের পাটোয়ারীটারী গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং ভাতিজি একই গ্রামের খোরশেদ আলীর মেয়ে খাদিজা তুল কোবরা(২৫)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক পদে চাকুরীর পরীক্ষায় অংশ নিতে চাচা রমজান আলীর সাথে মোটর সাইকেলে লালমনিরহাট যাচ্ছিলেন পরীক্ষার্থী খাদিজা তুল কোবরা। স্বর্নামতি ব্রীজের পশ্চিম পাড়ে পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী গামি নাভিলা পরিবহনের (ঢাকা মেঃ ব-১২-৩১০৮) একটি যাত্রীবাহি বাসের সাথে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চাচা রমজান আলী নিহত হন। গুরুতর আহত হন মোটর সাইকেলে থাকা ভাতিজা খাদিজা তুল কোবরা। 

স্থানীয়রা ছুটে এসে আহত খাদিজা তুল  কোবরাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘাতক বাসটি আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হলেও চালককে পাওয়া যায়নি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন


Link copied