আর্কাইভ  বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫ ● ২৪ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা, কারখানা বন্ধ ঘোষণা

রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা, কারখানা বন্ধ ঘোষণা

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

একদিনের ব্যবধানে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস

একদিনের ব্যবধানে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষকে পদত্যাগের আল্টিমেটাম

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, বিকাল ০৬:৩৬

Advertisement

মমিনুল ইসলাম রিপন: রংপুর মেডিকেল কলেজের সদ্য দায়িত্ব পাওয়া অধ্যক্ষ ডাঃ মাহফুজার রহমানের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও উত্তপ্ত ছিলো রংপুর মেডিকেল কলেজ। আগামী তিন দিনের মধ্যে তাকে পদত্যাগের আল্টিমেটাম ঘোষণা করা হয়। এদিকে ছাত্র শিক্ষকের আল্টিমেটামের ২ ঘন্টা পরে সংবাদ সম্মেলন করে সব অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমান।
 
বৃহস্পতিবার বিকেলে নগরীর রায়ান্স হোটেলের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করেন তিনি।
 
সংবাদ সম্মেলনে নিজেকে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে অধ্যাপক ডা. মাহফুজার রহমান জানান, একটি মহল তার এই অধ্যক্ষ পদে দায়িত্ব পাওয়া নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রতিষ্ঠানের বাহিরের কিছু লোককে সংযুক্ত করে ছাত্রদেরকে উসকে দিয়ে আন্দোলন করছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, নিয়মিত শিক্ষার্থীদের শতকরা ৯০ শতাংশ শিক্ষার্থী আমাকে শিক্ষক হিসেবে যেমন পছন্দ করে তেমনি অধ্যক্ষ হিসেবেও তারা মেনে নিয়েছে। সংখ্যাগরিষ্ঠতা চিন্তা করে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই। এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন। একই সময়ে অন্তর্বর্তীকালীন সরকার না চাইলে অধ্যক্ষ পদ থেকে সরে যাবেন বলেও জানান ডাঃ মাহফুজার রহমান।
 
অন্যদিকে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে রংপুর মেডিকেল কলেজের সামনে আন্দোলন করে আন্দোলনকারীরা। সেই সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারী দেন বৈষম্য বিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্র-জনতা।
 
এসময় শিক্ষক শিক্ষার্থীরা বলেন, বিগত সময়ে কলেজের ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালনকালে আওয়ামী সরকারের দোষর হিসেবে ডাঃ মাহফুজ কাজ করেছেন। এছাড়াও গণঅভ্যর্থান পূর্ববর্তী সময়ে ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের পোস্টমর্টেমের রিপোর্টও বিকৃত করতে অপ-চেষ্টাও করেছেন ডা. মাহফুজার রহমান। একই সাথে ক্যাম্পাসের নানা বিষয়ে সুবিধাভোগ করাসহ নিষিদ্ধ ছাত্রলীগকে পৃষ্ঠপোষক করার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। এমন একজন অভিযুক্ত ব্যক্তি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কিভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সেটি নিয়ে বিব্রত কলেজের অন্য শিক্ষকরাও। পদত্যাগের দাবিতে আন্দোলনের শামিল হন তারও। কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়া ডাঃ মাহফুজকে আগামী তিন দিনের মধ্যে পদত্যাগ করার দাবি জানান আন্দোলনকারীরা। অন্যথায় কলেজের একাডেমিক প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ করে দূর্বার আন্দোলনের ঘোষণা দেন শিক্ষক শিক্ষার্থীরা।
 
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৯ অক্টোবর) রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদায়ন করা হয় ডা. মাহফুজার রহমানকে।

মন্তব্য করুন


Link copied