স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ কৃত্য পেশাভিত্তিক মন্ত্রনালয় গঠন, উপসচিব পদে সকল কোটার অবসান, জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বর্হিভুত করার প্রস্তাবের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) সকাল ১১টা হতে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ২৫ক্যাডার সমন্বয়ে ‘‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’’ নীলফামারীর ব্যানারে এই কর্মসুচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রকৌশল, প্রাণি সম্পদসহ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
মানববন্ধন চলাকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুরাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নেয়ামত আলী, নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা. আব্দুর রহিম, নীলফামারী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আনিসুর রহমান বক্তব্য দেন।
নীলফামারী সরকারী কলেজের প্রভাষক মাছুম বিল্লাহ’র সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন একই কলেজের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম।
বক্তারা আক্ষেপ করে বলেন, প্রশাসন ক্যাডার থেকে বৈষম্য করা হচ্ছে। তাদের উদ্দেশ্য ভিন্ন। শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার থাকবে না এটা মেনে নেয়া হবে না। স্ব স্ব মন্ত্রনালয়ের প্রধান হবেন পেশাভিত্তিক কর্মকর্তা থেকে। এই দাবী আগে থেকেই আমরা করে আসছি। তারা বলেন, স্বৈরশাসকের দোসররা প্রশাসনকে জনবান্ধব করতে পারে নি আমরা জনবান্ধব প্রশাসন চাই। আমাদের দাবী যদি মানা না হয় তাহলে কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে।
অপরদিকে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সৈয়দপুর উপজেলার বিমানবন্দর সড়কে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবদ শারমিন সুলতানা, কলেজ শিক্ষক সোহেল আরমান প্রমুখ। এতে প্রশাসন ক্যাডার ছাড়া ২৫ ক্যাডার ভিত্তিক বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা, শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদরা অংশ নেন।