স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী জেলা শহরের প্রগতীপাড়া মহল্লার মরাল সংঘ মোড় নিবাসী বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম দুলাল (৭২) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার(২৮ অক্টোবর) দুপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি--রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রবিবার(২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের আলিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে তাঁর রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কেন্দ্রীয় পৌর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রমুখ।