আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুরের পীরগাছায় একমাসে ১২টি ট্রান্সফরমার চুরি

রংপুরের পীরগাছায় একমাসে ১২টি ট্রান্সফরমার চুরি

৪৯তম বিসিএসের প্রশ্নে শহীদ আবু সাঈদ, আলোচিত ‘আয়নাঘর’

৪৯তম বিসিএসের প্রশ্নে শহীদ আবু সাঈদ, আলোচিত ‘আয়নাঘর’

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

সমুদ্রসৈকতের আদলে সাজানো হচ্ছে রাজশাহীর পদ্মাপাড়

শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১, দুপুর ১০:১৭

Advertisement

ডেস্ক: ভ্রমণ পিপাসুদের দৃষ্টি আকর্ষণ করতে ঢেলে সাজানো হচ্ছে রাজশাহীর রাস্তাঘাট ও বিনোদন কেন্দ্রগুলো। সেই ভাবনা থেকেই অনেকটা কক্সবাজার সমুদ্রসৈকতের আদলে সাজানো হচ্ছে রাজশাহীর পদ্মাপাড়কে। পদ্মাপাড়ে পাতা হয়েছে বিচ চেয়ার, বালুচরে ব্যবস্থা করা হয়েছে বাইক রাইডিংয়ের।

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এসব ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মুস্তাফিজ মিশু।

তিনি বলেন, পদ্মাপাড়কে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করতে বিচ বাইক ও বিচ চেয়ারের ব্যবস্থা করছে সিটি করপোরেশন। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় লালন শাহ মুক্ত মঞ্চে বিচ বাইক ও বিচ চেয়ারের অনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। মূলত পদ্মাপাড়কে পর্যটকবান্ধব ও আরও আকর্ষণীয় করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রথম অবস্থায় আপাতত দুটি বিচ বাইক ও ১০টি বিচ চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে বাড়ানো হবে। বর্তমানে লালন শাহ পার্ক ও পদ্মাপাড়ের বিভিন্ন উন্নয়ন কাজ চলছে। এছাড়া সেখানে আরএমপির একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পও স্থাপন করা হবে।

মুস্তাফিজ মিশু বলেন, এখনো রাজশাহীর যেকোনো আনন্দ-উৎসব উদযাপনের কেন্দ্র হচ্ছে সৌন্দর্যমণ্ডিত পদ্মাপাড়। পদ্মাপাড়ে বসে মুক্ত হাওয়ায় অবসর উদযাপন, নৌকা নিয়ে মাঝ নদীতে ছুটে বেড়ানো, পাড়ে বসে মুখরোচক বিভিন্ন খাবার খাওয়া বা সূর্যাস্ত দেখতে প্রতিদিন হাজারো মানুষের সমাগম ঘটে রাজশাহীর পদ্মাপাড়ে। তাই বিচ বাইক রাইডিং চালু এবং বিচ চেয়ার বসালে পদ্মাপাড়ের আনন্দ বিনোদনে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা সিটি করপোরেশনের।

মন্তব্য করুন


Link copied