আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

সরকারের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বীরমুক্তিযোদ্ধাদের সাথে সৈয়দপুর আওয়ামী লীগের সভা

শনিবার, ২২ জুলাই ২০২৩, বিকাল ০৬:০৬

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার ল্েয নীলফামারীর সৈয়দপুর উপজেলার বীরমুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি।  
শনিবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে সৈয়দপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পরিদর্শন বাংলোর রেস্ট হাউজে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মোখছেদুল মোমিন ওই মতবিনিময় সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুস সামাদ বসুনিয়া। 
মতবিনিময় সভার মোখছেদুল মোমিন তার বক্তব্যে জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আপনাদের জন্য আজ আমরা একটি স্বাধীন, সার্বভৌমত্ব ও দেশের মাটিতে দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলতে পারছি। আপনাদের ঋণ আমরা কোন দিনও পরিশোধ করতে পাববো না। তাই তো বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করে তাদের বিভিন্নভাবে সুযোগ সুবিধা দেয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের যেভাবে মূল্যায়ন ও সুযোগ সুবিধা প্রদান করেছে বিগত কোন সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের সেভাবে মর্যাদা দেয়া হয়নি। শেখ হাসিনার সরকার গত তিন মেয়াদে দেশের সর্বেেত্র অভূর্তপূব উন্নয়ন কর্মকান্ড সাধিত করেছেন। তিনি বর্তমান সরকারের নানামুখী উন্নয়নের ফিরিস্তি উপস্থাপন করেন এবং সেসব দেশের সাধারণ মানুষের মধ্যে তুলে ধরার জন্য বীরমুক্তিযোদ্ধাদের প্রতি উদাত্ত আহবান জানান। একইসাথে তিনি বর্তমান আওয়ামী লীগ সরকারের  উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত ও আগামী দ্বাদম সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি অনুরোধ জানান। সেই সঙ্গে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনে  নৌকা মার্কার প্রার্থী দেয়ার দাবি করেন। তিনি নিজেও নীলফামারী-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা দিয়ে মুক্তিযোদ্ধাদের সার্বিক সাহায্য সহযোগিতা ও  দোয়া কামনা করেছেন।

উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ স¤পাদক ও পৌর কাউন্সিল জোবায়দুর রহমান শাহীনের সঞ্চালনায় মতবিনিময় সভা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আজমল হোসেন, বীরমুক্তিযোদ্ধা বীর প্রতীক মতিউর রহমান, বীরমুক্তিযোদ্ধা ইউনুছ আলী, আলহাজ্ব সামসুল হক সরকার, মির্জা সালাহউদ্দিন বেগ, আবু বক্কর সিদ্দিক, আতাউর রহমান ময়না, আব্দুর রউফ, এজাবুল হক, আজগার আলী, মোজাম্মেল হক, সাংবাদিক সাকির হোসেন বাদল ও জসিম উদ্দিন প্রমুখ। 
মতবিনিময় সভায় বীরমুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে বলেন, বীরমুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু পরীতি সৈনিক। জাতির জনকের আহ্বানে সাড়া দিয়ে দেশমাতৃকার জন্য দেশের সূর্য সন্তানেরা জীবন বাজি রেখে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীনের পর জাতির শ্রেষ্ঠ সন্তানেরা নানাভাবে অবহেলিত ও উপেতি ছিলেন। বিগত সরকারগুলো সেভাবে বীরমুক্তিযোদ্ধা কোন রকম মুল্যায়ন করেননি।  শুধুমাত্র বিশেষ ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর এর মতো দিবসগুলোতে বীরমুক্তিযোদ্ধাদের ডাক পড়তো। কিন্তু আওয়ামী লীগ সরকার গত তিন মেয়াদে রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্বে এসে বীরমুক্তিযোদ্ধাদের সম্মানী বৃদ্ধি, বীরনিবাস নির্মাণসহ নানা রকম সুযোগ সুবিধা প্রদান করছেন। তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে তারা সকল প্রকার কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিনকে নীলফামারী-৪ আসনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার জোর দাবি জানান। 
মতবিনিময় সভায় উপজেলার প্রায় ৬০ জন বীরমুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মতবিনিময় সভার শুরুতেই শহীদ ও মৃত্যুবরণকারী সকল মুক্তিযোদ্ধা স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও আত্মার রুহের মাগফিরাত এবং দেশের সুখ, সমৃদ্ধি কল্যাণ ও জাতির মঙ্গল, শান্তি কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়েছে। বীরমুক্তিযোদ্ধা মো. জিকরুল হক মোনাজাতটি পরিচালনা করেন। 

মন্তব্য করুন


Link copied