আর্কাইভ  বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫ ● ২৪ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
একদিনের ব্যবধানে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস

একদিনের ব্যবধানে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক

বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সরকারের গণমূখী স্বাস্থ্য সেবাদান কার্যক্রমে ডোমার উপজেলা প্রথম স্থানে

রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩, বিকাল ০৭:০১

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গণমূখী স্বাস্থ্য সেবাদান কার্যক্রমে উল্লেখযোগ্য ভুমিকা রাখায় নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য সেবায় ২০২২ সালে প্রথম স্থান অর্জন করেছে। আজ রবিবার(২৬ ফেব্রুয়ারী) সকালে প্রথম স্থানের স্বীকৃতি স্বরূপ নীলফামারী সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে মডেল ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রূপকার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,ডাঃ মোঃ রায়হান বারীকে সন্মাননা প্রদান করা হয়। 
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপন্থিত থেকে কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, স্বাস্থ্য সেবা বিভাগ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) তুলশী রঞ্জন সাহা সন্মাননা স্মারক হিসাবে ক্রেষ্ট প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির সহ জেলার ৬ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগন সহ বিভিন্ন চিকিৎসবৃন্দ।  
সংশ্লিষ্ট সুত্র মতে, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গণমূখী কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবাদানে ২০২১ সালেও ডোমার প্রথম স্থান অর্জন করেছিল। 
সংশ্লিষ্ট সুত্র জানায়, দশটি ইউনিয়ন ও এটি পৌরসভা নিয়ে ডোমার উপজেলা। ২০২২ সালে এই উপজেলার ২৮টি কমিউনিটি ক্লিনিকের বিনামূলে স্বাস্থ্য সেবা গ্রহন করেছিল ১ লাখ ৯১ হাজার ৪৮১জন রোগী। পাশাপাশি উপজেলা হাসপাতালে স্বাস্থ্য সেবার মধ্যে নরমাল ডেলিভারী করা হয় ১ হাজার ৮৮ জনকে, বিনামূল্যে সিজারিয়ান ডেলিভারী করা হয় ২১৬ জন গৃহবধুকে। এ ছাড়া মেজর অপারেশন করা হয় ৯৫জন রোগীর। পাশাপাশি এএনসি সেবা পায় ৬ হাজার ১৬৪জন, পিএসসি সেবা পায় ২ হাজার ১৬৩জন, শিশু রোগী সেবা পায় ৬ হাজার ১১২জন, বহিঃবিভাগে ৫৬ হাজার ৬২৫ জন ও জরুরী বিভাগে ১৮ হাজার ২৫৫ জন ও হাসপাতালে ভর্তি হয়ে ১৩ হাজার ৫০১ জন রোগী সেবা পেয়েছে। এ ছাড়া সরকারি ভাবে আল্ট্রাসনোগ্রাফির সেবা পেয়েছে ২১৮ জন রোগী। 
এসবের পাশাপাশি উপজেলা হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে মা ও শিশু স্বাস্থ্য সেবা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবা, টিকাদান কর্মসূচি, পুষ্টি, স্বাস্থ্য শিক্ষা পরামশসহ বিভিন্ন প্রকারের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। মডেল ডোমার উপজেলা হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকের সেবায় শিশু ও মাতৃ মৃত্যুর হার গত দুই বছরে ছিলনই না। ফলে এই ডোমার উপজেলা প্রান্তিক জনগোষ্ঠীর রোগ প্রতিরোধে ব্যাপক ভূমিকা রাখছে।
নীলফামারী সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির জানান, ডোমার উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,ডাঃ মোঃ রায়হান বারী ও সেখানকার সকল চিকিৎসক নার্স সহ সকল কর্মকর্তা কর্মচারী স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করে সেবা প্রদান করে যাচ্ছে। ফলে টানা দুইবারে জেলা পর্যায়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম স্থান অর্জন করেছে। 

মন্তব্য করুন


Link copied