আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া মামলাগুলো বাতিল হবে: আসিফ নজরুল

শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪, রাত ০৯:০২

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: সাইবার নিরাপত্তা আইন বাতিলের মাধ্যমে এই আইনের অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া সব হয়রানিমূলক মামলাও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা ক্লাবে ‘ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। ড. আসিফ নজরুল জানান, সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষও এই আইনের অপব্যবহারের শিকার হচ্ছিলেন, এবং তাদের হয়রানির অবসান ঘটাতে এটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাইবার নিরাপত্তা আইনের অধীনে পর্নোগ্রাফি ও যৌন হয়রানির মামলাগুলোর বিচার কার্যক্রম চালু থাকবে।

আইন উপদেষ্টা আরও বলেন, "সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের পর এই আইনের অধীনে থাকা মামলা বাতিল হবে, সাংবাদিকদের এজন্য আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই।" তবে ছাত্র-জনতার আন্দোলনের সময় শহীদ পরিবার থেকে করা কোনো মামলা থাকলে, তা নিয়ে আলাদাভাবে সংবেদনশীলভাবে দেখার কথা বলা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভুল-ত্রুটি তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "সাংবাদিকদের নির্ভীক হতে হবে। সাংবাদিকরা নির্ভীক না হলে গণতন্ত্র ও পরিবেশ রক্ষা করা সম্ভব নয়।"

অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে ১১ জন সাংবাদিককে "বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড" প্রদান করা হয়।

পুরস্কার বিজয়ীরা:

প্রিন্ট মিডিয়া: প্রথম পুরস্কার পেয়েছেন দৈনিক প্রথম আলোর মাহমুদুল হাসান নয়ন। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ডেইলি স্টারের আহসান হাবিব রাসেল, এবং যৌথভাবে তৃতীয় হয়েছেন ফাইনান্সিয়াল এক্সপ্রেসের ফারহান ফেরদৌস ও জসিম উদ্দিন হারুন।

ইলেকট্রনিক মিডিয়া: প্রথম পুরস্কার পেয়েছেন ডিবিসির আদিত্য আরাফাত। দ্বিতীয় পুরস্কার পান নিউজটাইম বিডির মাসুদ মোস্তাহিদ, এবং তৃতীয় পুরস্কার পান একাত্তর টিভির পারভেজ নাদির রেজা।

অনলাইন মিডিয়া: প্রথম পুরস্কার পেয়েছেন জাগো নিউজের ইয়াসির আরাফাত। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ঢাকা পোস্টের আরাফাত জোবায়ের, এবং তৃতীয় পুরস্কার পান জাগো নিউজের তৌহিদুজ্জামান তন্ময়।

মুক্তিযুদ্ধ ক্যাটাগরি: পুরস্কারটি পেয়েছেন দৈনিক সমকালের আবু সালেহ রনি।

মন্তব্য করুন


Link copied