স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিনের মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে। শনিবার(১৩ জুলাই) দুপুর ৩টার দিকে মোখছেদুল মোমিন তার নিজের ফেসবুক ভেরিফায়েড আইডিতে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিনের মোবাইল নম্বর ক্লোন করে তার পরিচিত বন্ধু বান্ধব, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও অনুসারীসহ অনেকের কাছে জরুরি ভিত্তিতে টাকা চেয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে। বিষয়টি তিনি লোক মারফত জানতে পেরে নিজের ভেরিফায়েড আইডি থেকে সতর্কতামূলক একটি পোস্ট করেন তিনি।
দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার তাহমিন হক ববী জানান, মোখছেদুল মোমিনের নম্বর থেকে হোয়াটসঅ্যাপে জরুরি ভিত্তিতে আমার কাছে ১৫ হাজার টাকা চাওয়া হয়। হঠাৎ টাকা চাওয়ায় আমার সন্দেহ হয়। তার মোবাইল নম্বরে ফোন দিলে কল ফরওয়াডিং হচ্ছিল। পরে বিষয়টি যাচাই করে জানতে পারি ওনার নম্বর ক্লোন হয়েছে। তাৎক্ষনিক মোখছেদুল মোমিনে অন্য একজনের নম্বর ফোন করে বিষয়টি জানাই।
দৈনিক প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি এম আল আলম ঝন্টু জানান, উপজেলা আঃলীগের সভাপতির নম্বর ক্লোনের বিষয়টি জনকন্ঠের সাংবাদিক ববী ভাই জানালে, তাৎক্ষনিক আমরা মোখছেদুল মোমিনের সাথে যোগাযোগ করে তাকে বিষয়টি অবগত করে।
সৈয়দপুর সাব রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক জামান সরকার বলেন, মোখছেদুল মোমিন ভাইয়ের নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আমার কছে জরুরী ভিত্তিতে ২৫ হাজার টাকা চাওয়া হয়। বিষয়টি সন্দেহ মনে হলে মোমিন ভাইয়ের নম্বরে ফোন দেই কিন্তু কল ফরওয়াডিং হচ্ছিল।
নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, আমার নম্বর ক্লোন করে পরিচিত অনেকের কাছে টাকা চাইছে একটি চক্র। যাদের কাছে টাকা চাচ্ছে তাদের সন্দেহ হওয়ায় তারা আমাকে বিষয়টি জানান। পরে নম্বরটি ক্লোন করা হয়েছে বলে বুঝতে পারি। ওই নম্বর থেকে কারও কাছে ফোন গেলে সবাই যেন সতর্ক থাকেন সে বিষয়ে নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট দেন তিনি। থানায় মামলা প্রস্তুতি চলছে।
সৈয়দপুর থানার ওসি সাহা আলম বলেন, বিষয়টি শুনেছি। তবে হাতে এখনও অভিযোগ পাইনি। পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।