স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নিজ বাড়ি থেকে বর্না আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার(১২ জুলাই) সকালে উপজেলার কাশিরাম বেলপুকুর হাজিরজাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বর্না আক্তার ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী ও নীলফামারী সদরের ইটাখোলা ফকিরপাড়ার বেলাল হোসেনের মেয়ে। এ ঘটনায় বর্না স্বামী বাদশা মিয়াকে আটক করেছে পুলিশ।
সৈয়দপুর থানা পুলিশের ওসি শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বর্নার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় নিহতের বাবা হত্যা মামলা দায়ের করেছেন।
নিহতদের স্বজনরা জানায়, বাদশা মিয়ার সঙ্গে বর্না আক্তারের দুই বছর আগে বিয়ে হয়। বৃহস্পতিবার(১১ জুলাই) রাতে বর্না তার বাবার সঙ্গে কান্না কন্ঠে মোবাইলে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করে কল কেটে যায়। পরে স্বজনরা যোগাযোগ করার চেষ্টা করলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। সকালে জানতে পারে বর্না মারা গেছেন। পরে তারা ছুটে এসে তার মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেয় পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।