স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জেলার সৈয়দপুর উপজেলায় অনুমোদনহীন ও রিপোর্টে আগাম সই থাকায় সান ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার(১৩ নবেম্বর) দুপুরে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শহরের রংপুর সড়কে অবস্থিত ওই ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীন ও রিপোর্টে আগাম সই থাকায় প্রতিষ্ঠানটিকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মানুষের স্বাস্থ্য নিয়ে হেলাফেলা আর সহ্য করা হবে না।