স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুরে প্রায় ৮০০ শিক্ষার্থী নিয়ে তিন দিনব্যাপী রোবটিকস কর্মশালা শুরু হয়েছে। ‘কিছু করি’ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
শুক্রবার (১১ আগস্ট) বিকেল ৩টায় স্থানীয় ড্রিমপ্লাস অ্যান্ড রিসোর্টে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে কর্মশালাটির উদ্বোধন করেন সাবেক সংস্কৃতিমন্ত্রী নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, আজকের আয়োজন যথাযথ, উপযুক্ত ও সময়োপযোগী। অসাধারণ উদ্যোগ, এতে করে শিক্ষার্থীরা দ্রুত শিখতে পারবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে উন্নত ও আধুনিক হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। বাংলাদেশ একদিন পৃথিবীর বুকে মাথা উঁচু দাঁড়াবে। আজ তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সময় ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছিলেন। সেখান থেকে আজ আমরা স্মার্ট বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেছি। ডিজিটাল বাংলাদেশের কল্যাণে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতে পারছি। তাই দেশের অগ্রগতির জন্য আমাদের টেকনোলজি গ্রহন ও ধারণ করতে হবে। আর তা না হলে অনেক পিছিয়ে পড়বো আমরা। বর্তমান তরুণ সমাজ এসব ধারণ করবে এবং দেশকে দ্রুত এগিয়ে নিবে।
কিছু করি সংগঠনের সভাপতি ম ম রেজাউল হক বিদ্যুতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন ও উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক অন্বেষার প্রতিষ্ঠাতা প্রকৌশলী ও ব্র্যাক ইনভার্সিটির লেকচারার রায়হান সামস অন্তরা, ব্র্যাক অন্বেষার প্রতিষ্ঠাতা প্রকৌশলী ও ব্র্যাক ইনভার্সিটির লেকচারার আব্দুল্লাহ হিল কাফি, সৈয়দপুরের বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের প্রধান প্রকৌশলী মো. শওকত আলী, দ্বিচারী প্রজেক্টের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মুনতাসির আহাদ। এ ছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন আমেরিকার মিশিকান ইউনিভার্সিটির রোবট রিসার্চ ফেলো ড. মোক্তাদির আলম আরাফাত।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, কিছু করি সংগঠনের কারিগরি কমিটির সদস্য সাংবাদিক জসিম উদ্দীন, সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক লোকমান হাকিম, সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর জোবাইদুর রহমান শাহীন প্রমুখ।
আয়োজকরা জানান, সৈয়দপুরের ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের আট শতাধিক শিক্ষার্থী এ কর্মশালায় অংশ নিচ্ছে। এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা। রবিবার (১৩ আগস্ট) এ কর্মশালার সমাপ্তি হবে।