আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

সৈয়দপুরে তিনদিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

সোমবার, ১২ জুন ২০২৩, রাত ০৮:১৫

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুর উপজেলায় তিন দিনব্যাপী কৃষি মেলা-২০২৩ শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ওই মেলার আয়োজন করেছে। সোমবার (১২ জুন) বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
 প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী ফয়সাল রায়হানের সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষণ। স্বাগত বক্তব্য দেন বাঙ্গালীপুর ইউনিয়নের কৃষক অমল চন্দ্র দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. সালাহউদ্দিন। 
এছাড়া মেলায় সৈয়দপুর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মমতা সাহা, উপজেলা প্রকৌশলী এমএম আলী রেজা রাজু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিসিআইসি’র সার পরিবেশক ও বিপুল সংখ্যক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। 
আয়োজকরা জানায়, মেলায় ১২টি স্টল স্থান পেয়েছে। আগামী ১৪ জুন সমাপণী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী মেলার পরিসমাপ্তি ঘটবে। 

মন্তব্য করুন


Link copied