স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ ছাগলে আলুখেত নষ্ট করায় দুই নারীর হাতাহাতিতে তাসলিমা বেগম (৪৫) নামের এক গৃহবধু নিহত হয়েছেন। নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের উত্তর তেলিপাড়ায় মঙ্গলবার(২৯ নভেম্বর) বিকাল ৫টায় এই ঘটনায় আহত তাসলিমা বেগমকে সৈয়দপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কা জনক হলে রংপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত হয়। পথে সন্ধ্যা ৭টায় ওই গৃহবধু মৃত্যুর মুখে ঢলে পড়ে। নিহত তাসলিমা বেগম উক্ত গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী। এ ঘটনায় রাতেই পুলিশ অভিযোন চালিয়ে মামলার এক মাত্র আসামী রুবী বেগমকে(৪০) গ্রেফতার করে বুধবার(৩০ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘটনার দিন সকাল ১১টার দিকে প্রতিবেশী মানিক হোসেনের একটি ছাগল আব্দুস সাত্তারের আলুখেতে ঢুকে নষ্ট করে। এ নিয়ে বিকেল ৫টার দিকে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে ছাগলের মালিক মানিকের স্ত্রী রুবী বেগমের সঙ্গে আলুখেতের মালিক আব্দুস সাত্তারের স্ত্রী তাসলিমা বেগমের হাতাহাতির ঘটনা ঘটে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে বুধবার জেলার মর্গে ময়না তদন্ত করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের প থেকে একটি হত্যা মামলা দায়ে করে। মামলার একমাত্র আসামী রুবী বেগমকে গ্রেফতার করা হয়।