স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর পল্লীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক মিল শ্রমিককে হত্যার অভিযোগে মোর্শেদুল ইসলাম (২২) নামের অপর এক শ্রমিককে গ্রেপ্তার করেছে সৈয়দপুর থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনেরা জানান, নিহত অধির চন্দ্র রায় (৬০) সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের নমির উদ্দিন অটোরাইচ মিলে কাজ করতেন। তিনি খাতামধুপুর ইউনিয়নের খালিশা ধুলিয়া গ্রামের মৃত উপেন্দ্র নাথ রায়ের ছেলে। বৃহস্পতিবার(১৯ অক্টোবর) বিকালে কাজ করার সময় অপর শ্রমিক রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ডাঙ্গাপাড়া গ্রামের কাছিম আলী কমালুর ছেলে মোর্শেদুল ইসলাম হাওয়া যন্ত্র দিয়ে তার পশ্চাৎদেশে (পায়ুপথ) বাতাস প্রদান করলে অধিরচন্দ্র অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা খারাপের দিকে গেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তিনি মারা যান অধির। হাসপাতাল থেকে রাত ২টায় মরদেহ বাড়িতে আনা হয়।
ঘটনাটি আড়াল করে অন্যান্য শ্রমিকরা লাশ দাহ করার চেস্টা করে। পরিবারের লোকজনদের সন্দেহ হলে নিহত শ্রমিক অধির চন্দ্র রায়ের বড় ছেলে প্রশান্ত চন্দ্র রায় তার বন্ধুদের মাধ্যমে কৌশলে সৈয়দপুর থানায় খবর দেয়। খবর পেয়ে শুক্রবার(২০ অক্টোবর) ভোরে সেখানে সৈয়দপুর থানার পুলিশ ছুটে যায়। কিন্তু লাশ উদ্ধার করতে পুলিশকে বেগ পেতে হয়। সেখানেই ঘটনার সাথে জড়িত শ্রমিক মোর্শেদুল ইসলামকে কৌশলে গ্রেপ্তার ও লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহত শ্রমিকের বড় ছেলে প্রশান্ত চন্দ্র রায় বাদী হয়ে দুপুরে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করে।
সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, শুক্রবার বিকালে জেলার মর্গে লাশের ময়না তদন্ত করা হয়। আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলাকারাগারে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত মোর্শেদুল অপরাধ স্বীকার করে জবানবন্দী দিয়েছে। এঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।