আর্কাইভ  সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫ ● ১০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

প্লট বরাদ্দে দুর্নীতি
হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

হাসিনা-রেহানা-টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

হাসিনা-রেহানা-টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

রাজনীতি ছেড়ে 'পাপমুক্ত' হতে দুধ দিয়ে গোসল!

রাজনীতি ছেড়ে 'পাপমুক্ত' হতে দুধ দিয়ে গোসল!

সৈয়দপুরে মাদকের বিরুদ্ধে মায়েরা দাঁড়ালেন শিশুদের নিয়ে

শনিবার, ২১ অক্টোবর ২০২৩, রাত ০৮:১২

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ মাদকের ভয়াল থাবা থেকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার গোলাহাট এলাকাসহ শহরকে বাঁচানোর দাবীতে মায়েরা এবার শিশুদের নিয়ে রাস্তায় নেমেছেন। গোলাহাটসহ সৈয়দপুর থেকে মাদকব্যবসায়ীদের উচ্ছেদের দাবী নিয়ে মানববন্ধন করেছে মা, শিশুসহ এলাকাবাসী। 
শনিবার (২১ অক্টোবর) দুপুরে শহরের গোলাহাট কবরস্থান গেটের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ ও সচেতন এলাকাবাসী ওই মানববন্ধনের আয়োজন করে। ঘন্টাব্যাপি ওই মানববন্ধনে শতাধিক নারী, শিশু, শিক্ষার্থী, সংগঠনের সদস্যরা সহ এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধনের আহবায়ক মোহাম্মদ জীবনের সভাপতিত্বে ওই মানববন্ধনে বক্তব্য রাখেন আমাদের প্রিয় সৈয়দপুরের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী, সোহেল সিদ্দিকি, সালমা খাতুন, মোছা. বকুল, পারভীন, মোছা. রীতা, সিতারা খাতুন, শাহজাদীসহ অন্যান্য মায়েরা বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সামিউল আলিম, জাভেদ, জুম্মান, জসিম, সহ অন্যান্য এলাকাবাসী।
বক্তারা বলেন, আজ গোটা সৈয়দপুরে গোলাহাট এলাকায় মাদকের যেনো নিরাপদ রুট হয়ে গেছে।  দিন দিন এই মাদক ব্যবসায়ীদের অপতৎপরাতায় স্কুল, কলেজের শিক্ষার্থীরাসহ পথহারা হচ্ছে শত শত তরুণ এটা মেনে নেওয়া যায় না। কবরস্থান গেট এলাকা, ২নম্বর ক্যাম্প এলাকা, ফিরোজ হোটের পাশের এলাকাসহ গোলাহাটের এই মাদক বিক্রেতাদের নির্মূল করা না গেলে ভবিষ্যত প্রজন্ম অন্ধকারে পড়বে। সৈয়দপুরকে মাদক থেকে বাঁচাতে গোলাহাটের এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবী জানান বক্তারা।
উল্লেখ্য সৈয়দপুরের গোলাহাটে মাত্রাতিরিক্তভাবে অপতৎপরতা বেড়ে গিয়েছে মাদক ব্যবসায়ীদের। এ নিয়ে এলাকায় চুরি, মারামারি ও অসস্থিকর পরিবেশ বিরাজ করছে। তাই ভুক্তভোগী মায়েরা তাদের সন্তানদের নিয়ে বাধ্য হয়ে রাস্তায় নামে। 

মন্তব্য করুন


Link copied