স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির উদ্যোগে দলের স্থানীয় প্রতিষ্ঠাতা সভাপতিসহ সাবেক জাতীয় সংসদ ও প্রবীণ নেতার স্মরণে আলোচনা সভা, কুরআন খানি এবং দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। আজ শনিবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টায় সৈয়দপুর রাজনৈতিক জেলা কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গফুর সরকার সভাপতিত্বে ও সদস্য সচিব শাহিন আকতারে সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়ার যুগ্ম আহ্বায়ক এ্যাড, এস এম ওবায়দুর রহমান, যুগ্ম আহ্বায়ক সামসুল আলম, শফিকুল ইসলাম জনি, জিয়াউল হক জিয়া, সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান র্কাজন, পৌর বিএনপি সভাপতি আলহাজ¦ রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ বাবলু প্রমুখ।
উল্লেখ যে, সৈয়দপুর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌরমেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার ২০২১ সালের ১৪ জানুয়ারী, সৈয়দপুর বিএনপির প্রতিষ্ঠাতা ডা. হানিফ উদ্দীন ও সৈয়দপুর ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ সিনিয়র বিএনপি নেতা মনসুর আলী ২০২২ সালে ১৪ জানুয়ারি মারা যান।